আজ রাজধানী সহ বিভাগীয় শহরগুলিতে গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।
রাজধানী শহর ঢাকার কর্মসূচি পালন করা হবে নয়া পল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে।
সকাল ১১টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৩টায়। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারাগার
থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস।
একই সময় আলাদা ভাবে গণ অবস্থান কর্মসূচি পালন করবে যুগপৎ আন্দোলনে একমত
হওয়া বিভিন্ন রাজনৈতিক জোট। একই সময় মধ্য ডান ঘেষা রাজনৈতিক দল হিসেবে পরিচিত বিএনপির
সাথে রয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বেশ কয়েকটি বামপন্থি দলও। ৩০শে ডিসেম্বর গণ
মিছিলে সমর্থন জানিয়ে ঝটিকা মিছিল বের করে পুলিশের সাথে সংর্ঘষেও সামিল হয়েছে দলটির
নেতাকর্মীরা।
বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সাড়া দিয়েছে গণতন্ত্রমঞ্চ, গণতান্ত্রিক বাম
ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও ১২ দলীয় জোট।
অপরদিকে বিএনপির কর্মসূচিকে ঘিরে পাল্টা কর্মসূচি ঘোষণা দিয়েছে বাংলাদেশ
আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলি। দিনজুড়ে শাহবাগ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয়
শহিদ মিনার, মিরপুর সনি সিনমার পেছনের ঈদগাহ সহ শহরের বিভিন্ন পাড়ায় মহল্লায় পর্যন্ত।
সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে এবং বিকেলে মিরপুরে
উপস্থিত থাকবেন দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদের।