আল জাজিরা বাংলা: সম্প্রতি আল-জাজিরা আই-ইউনিটের অনুসন্ধানে বেরিয়ে এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান বা র্যাব যুক্তরাজ্য থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছে। ২০২২ সালের মে এবং অক্টোবরে র্যাবের বেশ কিছু সদস্য যুক্তরাজ্যে ভ্রমণ করে এবং সেখান থেকে সাইবার সিকিউরিটি ও নজরদারি সরঞ্জাম ব্যবহারের উপর প্রশিক্ষণ গ্রহণ করে।
উল্লেখ্য যে- মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচার বহিরর্ভূত হত্যার জন্য সংস্থাটির উপর যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটাতে র্যাব যুক্তরাজ্য সহ তার বেশ কিছু ইউরোপীয় দেশের সহায়তা নিচ্ছে।
আই-ইউনিটের তথ্য বলছে, মে মাসে র্যাবের অন্তত ৫ জন অফিসার ‘আইটি গভরনেন্স’ নামের একটি আইটি কোম্পানির কাছ থেকে সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে।
এরপর অক্টোবরে র্যাবের অন্তত ৬ জন সদস্য ‘আইএমএসআই ক্যাচার ব্যাকপাক’ ব্যবহারের উপর প্রশিক্ষণ গ্রহণ করে। এই যন্ত্রটি একটি ছোট মোবাইল টাওয়ারের মত কাজ করে। এই যন্ত্রটি ব্যবহার করে একটি নির্দিষ্ট এলাকার মোবাইল ফোনের মাধ্যমে করা কল এবং মেসেজ পর্যবেক্ষণ করা যায়। অর্থাৎ এটি ব্যবহার করে সংস্থাটি খুব সহজেই একটি টার্গেট এলাকার ফোনালাপ শুনতে ও আদান-প্রদান করা মেসেজ পড়তে পারবে। এর মাধ্যমে মানুষের গোপনীয়তা রক্ষার যে অধিকার তা খর্ব হবার আশঙ্কা আছে।
শুধু তাই নয় যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের অন্তত দু’টি দেশ থেকে এর ৯ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেছে। তাছাড়া সাইবার সিকিউরিটি ও নজরদারি করার নানা রকম সরঞ্জাম সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
আল জাজিরা আই-ইউনিটের অনুসন্ধান বলছে, মে মাসে সংস্থাটির বেশ কয়েকজন সদস্য পোল্যান্ড থেকে গোয়েন্দা প্রশিক্ষণ গ্রহণ করেছে। ইউরোপিয়ান সিকিউরিটি অ্যাকাডেমি তাদের এই প্রশিক্ষণ প্রদান করে।
এছাড়া গত বছর র্যাবের একটি প্রতিনিধি দল একই ধরণের উদ্দেশ্যে নেদারল্যান্ডসে গিয়েছিলেন।
শুধু এখানেই সীমাবদ্ধ নয়, ২০১৭ সাল থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত র্যাবের সদস্যরা ইউরোপের বিভিন্ন দেশে অন্তত ২৫ বার সফর করেছেন। এইসব সফরের উদ্দেশ্য ছিল গণ নজরদারির উপর প্রশিক্ষণ গ্রহণ বা বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করা।
একই সময়ে র্যাবের সদস্যরা চীন, রাশিয়া, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতেও সফর করেছেন।
আরও পড়ুন: র্যাবের উপর নিষেধাজ্ঞা কি বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের বার্তা
তথ্যসূত্র:
https://www.aljazeera.com/news/2022/12/7/notorious-bangladesh-police-unit-received-spy-training-in-uk
https://www.aljazeera.com/news/2022/12/8/bangladeshs-rab-received-foreign-intelligence-training-in-the-eu