আল জাজিরা বাংলা: বিষাক্ত অ্যালকোহল পান করে ভারতের বিহার রাজ্যে অন্তত ৩১ জন মারা গেছেন এবং আরও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রধানত দরিদ্র পূর্ব বিহারের দুটি গ্রামে এই ঘটনা ঘটেছে। সেখানে ২০১৬ সাল থেকে মদ বিক্রি এবং সেবন নিষিদ্ধ রয়েছে।
ভারতের বেশ কয়েকটি রাজ্যে এই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এর ফলে স্থানীয় ভাবে তৈরি সস্তা মদের জন্য কালোবাজার সৃষ্টি হয়েছে। এই সব সস্তা মদ খেয়ে প্রতি বছর শত শত মানুষ মারা যায়।
সর্বশেষ ঘটনা রাজ্যের রাজধানী পাটনা থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে সারান জেলার। মদ পানের পর তাদের অবস্থার অবনতি হতে থাকে এবং তারা বমি করতে শুরু করে।
এই অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বেশ কয়েকজন মারা যান এবং অন্যরা বুধ ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া বেশ কয়েকজন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন।