জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু বিশ্বের অর্ধেক দেশের কাছেই দুর্যোগের পূর্বাভাস বা আগাম সতর্কতার আধুনিক সরঞ্জাম নেই বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।
প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা পেতে যেসব দেশের ব্যবস্থা দুর্বল, সেগুলোর সঙ্গে উন্নত ব্যবস্থা থাকা দেশগুলোর তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এতে দেখা যায়, দুর্বল ব্যবস্থা থাকা দেশগুলোতে দুর্যোগে মৃত্যুর পরিমাণ গড়ে ৮ গুণ বেশি।
জাতিসংঘ বলছে, দুর্যোগের বিষয়ে আগাম সতর্কতা দিতে পারে- এমন ব্যবস্থা রয়েছে বিশ্বের অর্ধেকের কম স্বল্পোন্নত দেশের হাতে। আর ক্ষুদ্রদ্বীপ নিয়ে গঠিত উন্নয়নশীল দেশগুলোর মাত্র এক-তৃতীয়াংশের রয়েছে এ ব্যবস্থা।
প্রতিবেদনে বলা হয়, ২০০৫ থেকে ২০১৪ সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ছিল প্রতি ১ লাখ মানুষের মধ্যে গড়ে ১ হাজার ১৪৭ জন। এখন এ সংখ্যা প্রায় দ্বিগুণ। তবে একই সময়ে দুর্যোগের কারণে মৃত্যু ও নিখোঁজের সংখ্যা কমেছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বিপর্যয় ঠেকাতে দুর্যোগের বিষয়ে আগাম সতর্কতা দিতে পারে- এমন ব্যবস্থা সব দেশের কাছে থাকা উচিত।