আল জাজিরা বাংলা ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বেশ কিছু সিদ্ধান্তে একটি বিষয় ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, বাংলাদেশের সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ সহজভাবে নিচ্ছে না বাইডেন প্রশাসন। এর অন্যতম উদাহরণ হলো গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো, র্যাবের ৭ অফিসারকে কালো তালিকাভুক্ত করা এবং সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ভিসা বাতিল।
৯ ও ১০ ডিসেম্বর আয়োজিত গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানিয়ে যুক্তরাষ্ট্র একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে, দেশটির দৃষ্টিতে বাংলাদেশ কোনও গণতান্ত্রিক দেশ নয়। বাংলাদেশের নেতা-মন্ত্রীরা যতই বড় গলায় বাংলাদেশকে গণতন্ত্রের রোল মডেল বলে দাবি করুক আর সুষ্ঠু নির্বাচন আয়োজনের ঢোল পেটাক, বাংলাদেশের অগণতান্ত্রিক চরিত্রটা এবার বিশ্ব দরবারে স্বীকৃতি পেল, তাও বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। যা বর্তমান সরকারের জন্য নিঃসন্দেহে একটি বড় ধরনের অস্বস্তির বিষয়।
এমনকি এই সম্মেলনে মিসর, সৌদি আরব, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদেরকে দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র। দাওয়াত মেলেনি রাশিয়া কিংবা চীনেরও। অর্থাৎ কৌশলে স্বৈরাচার ও অগণতান্ত্রিক দেশগুলিকে বিশেষভাবে চিহ্নিত করলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি বরাবরই গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের প্রতি বদ্ধ পরিকর, এই সম্মেলন তারই একটি পদক্ষেপ মাত্র।
ভবিষ্যতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও বলিষ্ঠ কোনও পদক্ষেপ যে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আসবে না সে কথা জোর দিয়ে বলা যায় না। বরং আসন্ন জাতীয় নির্বাচনে থাকতে পারে যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারি।
গণতন্ত্র সম্মেলনের শেষ দিন, অর্থাৎ ১০ ডিসেম্বর শুক্রবার র্যাবের ৭ কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করলো বাইডেন প্রশাসন। র্যাবের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গুম, খুন, অপহরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। বিশেষ করে সরকারের সমালোচকদের গুম করে সরকারের এই বিশেষ বাহিনীটি ইতিমধ্যে আতঙ্কের নাম হয়ে উঠেছে। এবার র্যাবের উপর স্যাংকশন বা অবরোধ আরোপের মধ্য দিয়ে বাহিনীটিকে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কড়া বর্তা দিল মার্কিন প্রশাসন।
কালো তালিকা ভুক্ত ৭ ব্যক্তির মধ্যে সাবেক র্যাব প্রধান এবং বাংলাদেশের জাতীয় পুলিশ বাহিনীর বর্তমান প্রধানের দায়িত্বে থাকা বেনজির আহমেদও আছেন। যা একদিকে বাংলাদেশের জন্য চরম লজ্জার, অন্যদিকে র্যাব ও পুলিশের প্রতি কঠোর বার্তা। সরকারের লাঠিয়াল হিসেবে র্যাব ও পুলিশের কর্মকাণ্ড যে যুক্তরাষ্ট্র সহজভাবে নিচ্ছে না এর মাধ্যমে সে বার্তাই দেয়া হলো।
এদিকে ১০ ডিসেম্বর প্রথম আলোতে প্রকাশে খবরের বরাতে জানা যায়, সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। কেন এই ভিসা বাতিল করা হলো সে বিষয়ে কোনও কারণ দর্শায়নি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি।
তবে এ বছরের ৫ ফেব্রুয়ারি সাবেক এই সেনা প্রধানের নানা কর্মকাণ্ড নিয়ে ‘অল দ্যা প্রাইমিস্টারস ম্যান’ নামে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছিল আল-জাজিরা টেলিভিশন। আল-জাজিরা কর্তৃক উন্মোচিত সেইসব কর্মকাণ্ডের প্রতিক্রিয়া স্বরূপ ভিসা বাতিলের ঘটনা ঘটলো কিনা তা অবশ্য কোনও সূত্র থেকেই নিশ্চিত হওয়া যায়নি।
তবে সব মিলিয়ে একটি কথা বলা যায়, বাংলাদেশ সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের এমন কঠোর পদক্ষেপ সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। ক্রমেই স্তব্ধ হয়ে যাওয়া বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বাইডেন প্রশাসন অবস্থান নিতে পারে, এসব ঘটনা এই দিকেই ইঙ্গিত দিচ্ছে। ঘটনা যদি সেই দিকেই মোড় নেয় তাহলে আন্তর্জাতিকভাবে চাপে পড়তে চলেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ।
আরও পড়ুন: র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট
বিভিন্ন তথ্যসূত্র:
https://www.prothomalo.com/bangladesh/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2
https://www.jugantor.com/national/490839/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%82%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
https://www.aljazeera.com/podcasts/2021/2/5/all-the-prime-ministers-men