Al Jazeera Bangla: পেটে কাঁচি রেখে সেলাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। তবে প্রতিবেদনে ঘটনায় দায়ি কাউকে শনাক্ত করা হয়নি।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যার পেটে কাঁচি রেখে সেলাই করা হয়েছিল তিনিই বোধহয় এই ঘটনার জন্য দায়ী। বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং কমিটির দায়সারা প্রতিবেদন প্রকাশের অপসংস্কৃতি আরও একবার নির্লজ্জ বহিঃপ্রকাশ ঘটল এভাবেই।
সোমবার (২০ ডিসেম্বর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমানের কাছে এ প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
পরিচালক সাইফুর রহমান জানান, ঘটনার জন্য কে দায়ী, তা প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। কারও বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থার সুপারিশও করা হয়নি।
কেউ না কেউ তো অবশ্যই কাঁচি রেখেছেন সেটা বের করতে না পারলে তদন্ত কমিটি আসলে করেছেটা কি? তারা ঘটনা বৈধতা দেয়ার অপচেষ্টা করেছেন।
ঘটনার দায় এড়াতে বিদেশি কয়েকটি নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে এ জাতীয় ঘটনা আগেও ঘটেছে। তবে প্রতিবেদনে ভবিষ্যতে অস্ত্রপচারের সময় অধিক সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
পেটে কাঁচি রেখে সেলাই এবং ৬৪৩ দিন পর তা অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে বের করার ব্যাপারে গত রোববার (১২ ডিসেম্বর) গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি। কমিটির সভাপতি ছিলেন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুল হাসান। অপর দুই সদস্য হলেন গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ও সার্জারি বিভাগের ডা. মো. কামরুজ্জামান।
প্রতিবেদনে বলা হয়, গত ২০২০ সালের ৩ মার্চ সার্জারি ইউনিট-দুই এর দায়িত্বে নিয়োজিত সহযোগী অধ্যাপক মোল্লা সরফউদ্দিনের অধীনে এ অস্ত্রোপচার হয়। এসময় আরও তিন-চারজন চিকিৎসক অংশ নেন। তবে কার গাফিলতিতে এ ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি। বিশ্বের বিভিন্ন জার্নলের উদ্বৃতি দিয়ে সেখানে বলা হয়েছে, এমন ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন দেশে অস্ত্রোপচারের সময় এ জাতীয় ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, মনিরা খাতুন (১৮) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটিগ্রামের বাসিন্দা খাইরুল মিয়ার মেয়ে। তিনি মেজিনট্রিক ফিস্ট (রক্তের দলা) সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি হন ২০২০ সালের মার্চে।
এরপর ৩ মার্চ সার্জারি বিভাগ ইউনিট টু-তে তার অস্ত্রোপচার হয়। ওই সময় চিকিৎসকদের অজ্ঞাতসারে অস্ত্রোপচারে ব্যবহৃত ছয় ইঞ্চি লম্বা অর্টারি ফরসেপ (কাঁচি) পেটের মধ্যে রেখে সেলাই করা হয়। বিষয়টি জানার পর ২০২১ সালের ১১ ডিসেম্বর পুনরায় অস্ত্রোপচার করে তরুণীর পেট থেকে কাঁচিটি বের করা হয়।
এ ঘটনায় গত রোববার (১২ ডিসেম্বর) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তদন্ত কমিটি দোষী সাব্যস্ত করার পরীবর্তে দোষীদের রক্ষার পক্ষেই যেন কাজ করলো।
এভাবে বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে বাংলাদেশে চিকিৎসা সেবা নেওয়াটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
Al Jazeera Bangla Online News, আল জাজিরা বাংলা নিউজ, দুর্নীতি, অপচিকিৎসা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অবনতি,
তথ্যসূত্র: জাগো নিউজ।