আল-জাজিরা বাংলা ডেস্ক: ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ নামে ২০২১ সালের ফেব্রুয়ারিতে আল জাজিরা টিভি কর্তৃক প্রকাশিত ডকুমেন্টারিটি এ বছরের ‘বেস্ট লং ইনভেস্টিগেটিভ স্টোরি’ হিসেবে ডিগ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।
২০১৫ সাল থেকে অলাভজনক প্রতিষ্ঠান ডকুমেন্টারি ইনচিয়েস্তে গিওরনালিজমি (ডিগ) ইনভেস্টিগেটিভ জার্নালিজমকে অনুপ্রাণিত করতে এই পুরস্কারটি দিয়ে থাকে। এই ডিগ অ্যাওয়ার্ডকে অনেকে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের অস্কারও বলে থাকেন।
এ বছরের ৩ অক্টোবর এই পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হলেও আশ্চর্যজনক ভাবে সত্যি যে, বাংলাদেশের তেমন কোনও গণমাধ্যমেই এই খবরটি প্রকাশ করা হয়নি!
কারণ আমাদের হলুদ জার্নালিজমের ফেরিওয়ালারা প্রথম থেকে আল-জাজিরাকেই হলুদ সাংবাদিকতার বাক্স হিসেবে প্রমাণ করতে ব্যস্ত ছিল। কিন্তু বিধি বাম! সেরাদের সেরা ইনভেস্টিগেটিভ ডকুমেন্টারির পুরস্কার জিতে নিল ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’।
এ বিষয়ে ডিগ ওয়েবসাইটে উল্লেখ করা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত একটি অপরাধী পরিবার কীভাবে একটি রাষ্ট্র দখলের জন্য বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগসাজশ করছে তার একটি চমকপ্রদ বিবরণ এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে।”
এতে আরও বলা হয়, “আন্ডারকাভার সাংবাদিকরা কীভাবে একজন প্রাক্তন মাফিয়ার সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হয়েছেন তা প্রকাশ করেছেন। সেই সাথে উন্মোচিত করেছেন কিভাবে তিনি তার দোষী সাব্যস্ত খুনি ভাইদের বিচার এড়াতে সাহায্য করেছেন।”
সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের সম্মুখ সারির গণমাধ্যমগুলি তাদের হলুদ সাংবাদিকতার কৌশলে যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না কেন, বিশ্ব দরবারে ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ ব্যাপক ভাবে সমাদৃত হয়েছে।
এর মধ্য দিয়ে আরও একবার প্রমাণিত হলো বাংলাদেশের গণমাধ্যমগুলি হয় সেচ্ছায় তথ্য গোপন করছে অথবা তারা সত্য প্রকাশে ভীত। সেই সাথে কিছু কিছু তেলবাজ গণমাধ্যম আগ বাড়িয়ে সত্যকে মিথ্যা প্রমাণেও আগ্রহী। দিন শেষে, নিদারুণ সংকটে রয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলির স্বাধীনতা।
তথ্যসূত্র: ডিগ ও নেত্র নিউজ।