আল-জাজিরা বাংলা ডেস্ক রিপোর্ট: আজ ১২ ডিসেম্বর রোববার থেকে পরীক্ষামূলক ভাবে বাংলাদেশে ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করেছে টেলিটক। তবে সারা দেশেই প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক কাভারেজ ও ইন্টারনেট সেবার মান নিয়ে রয়েছে নানা ধরনের অভিযোগ।
সিলেট বিভাগের চার জেলার ২২ উপজেলায় ১৭ জুন থেকে ২৮ জুন পর্যন্ত একটি জরিপ চালিয়েছিল বিটিআরসি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, ফোর-জিতে গ্রাহকদের নির্ধারিত গতিতে ইন্টারনেট সেবা দিতেই ব্যর্থ হচ্ছে রবি, গ্রামীণফোন এবং টেলিটক! দেশজুড়ে সমীক্ষা চালানো হলে ইন্টারনেট স্পিডের এই দৈন্যতা আরো স্পষ্টভাবে ধরা পড়তো। অবশ্য গ্রাহকমাত্রই বাংলাদেশের মোবাইল ইন্টারনেট স্পিড সম্পর্কে অবহিত।
ফোর-জি গতির পরীক্ষায় ফেল করা টেলিটক চালু করল ফাইভ জি!
আজ ১২ ডিসেম্বর রোববার থেকে পরীক্ষামূলক ভাবে বাংলাদেশে ৫জি ইন্টারনেট পরিষেবা চালু করেছে টেলিটক। তবে সারা দেশেই প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক কাভারেজ ও ইন্টারনেট সেবার মান নিয়ে রয়েছে নানা ধরনের অভিযোগ।
সিলেট বিভাগের চার জেলার ২২ উপজেলায় ১৭ জুন থেকে ২৮ জুন পর্যন্ত একটি জরিপ চালিয়েছিল বিটিআরসি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে দেখা যায়, ফোর-জিতে গ্রাহকদের নির্ধারিত গতিতে ইন্টারনেট সেবা দিতে ব্যর্থ হচ্ছে রবি, গ্রামীণফোন এবং টেলিটক! দেশজুড়ে সমীক্ষা চালানো হলে ইন্টারনেট স্পিডের এই দৈন্যতা আরো স্পষ্টভাবে ধরা পড়তো। অবশ্য গ্রাহকমাত্রই বাংলাদেশের মোবাইল ইন্টারনেট স্পিড সম্পর্কে অবহিত।
মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭টি দেশের মধ্যে ১৩৫তম। মোবাইল ইন্টারনেট গতিতে সুদান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশও এগিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। আর বাংলাদেশের পেছনে আছে দুটি দেশ—আফগানিস্তান ও ভেনেজুয়েলা।
ইন্টারনেট অ্যাকসেস ও পারফরম্যান্স অ্যানালিসিস কম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশের ইন্টারনেট স্পিড যখন ধুঁকছে এমন পরিস্থিতিতে পরীক্ষামূলক ভাবে বাংলাদেশে ৫ জি পরিষেবা চালু করল টেলিটক। নিঃসন্দেহে আশা জাগানিয়া একটি খবর।
পরিকল্পিত ভাবে দেশজুড়ে ৫ জি ইন্টারনেট ছড়িয়ে দিতে পারলে ডিজিটালাইজেশনের পথে আরও একধাপ এগোবে বাংলাদেশ। তবে ৫ জি যদি প্রচার-প্রচারণা আর বিজ্ঞাপনেই সীমাবদ্ধ থাকে তাহলে আমরা ৫জি নিয়েও ইন্টারনেট স্পিডে উগান্ডার পেছনে পড়ে থাকবো।
টেলিটক ৫ জি ইন্টারনেট Teletalk 5G internet
তথ্য সূত্রঃ
https://www.jugantor.com/national/447186/%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%89%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%C2%A0কোনও
htps://www.somoynews.tv/news/2021-11-11/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95
https://m.dailyinqilab.com/article/443563/%E0%A7%AB%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87
al-jazeera.xyz